Notice Details Home / Notice Details

স্কুল খোলার নোটিশ

12 Jun, 2025

এতদ্বারা নিউ জেনারেশন শিক্ষা একাডেমির সকল শিক্ষক /শিক্ষিকা /সম্মানিত অবিভাবক/ অভিভাবিকা / স্নেহের ছাত্র/ছাত্রী সহ সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৪-০৬-২৫ তারিখ রোজ শনিবার থেকে অত্র প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম সহ সকল কার্যক্রম যথা নিয়মে শুরু হবে। সুতরাং সঠিক সময়ে সকলকে আগমণ ও প্রস্থান করার জন্য বলা হইলো। পরিচালক প্রশাসন নিউ জেনারেশন শিক্ষা একাডেমি শাজাহানপুর, বগুড়া।